তোমার আমার ভালোবাসাবাসি চুক্তি
স্বাক্ষরে সারা শহর উঠলো ফুঁসে।
অবৈধ প্রেম অশ্লীলতার দোষে
দণ্ডিত হলো নাচের নিপুণ মুদ্রা।
যৌবন ঢাকা কংলালসার গ্রীষ্মে
দেখাবে কি তবে বিশশতকের বিশ্বে
বৃদ্ধ-বোধের অবাধ-মুনাফা, মুক্তি?
তোমার আমার ভালোবাসাবাসি চুক্তি
ভেস্তে গেলেই ব্যস্ত শহরে আসবে
প্রতিবাদহীন সর্বজনীন প্রেম?