সরস্বতীর মানসকন্যা বিশ্বজুড়ে ধন্যা
সুর লহরী গুণে,
কোকিল কণ্ঠে নিখিল ভুবন
মোহিত সুরের ধুনে।
হাজার তিরিশ ছত্রিশ ভাষায়
গানে বিস্মিত সবে,
আকাশ বাতাস লতার জয়ে
সুযশ ছড়ায় ভবে।
কোকিল কণ্ঠী , নাইটিঙ্গেল তুমি
ভারতরত্ন,পদ্মভূষণ মানে,
গিনেস বুকে নামটি তোমার
স্বকীয় কীর্তির দানে।
আচম্বিতে করোনা শমন এসে
পঞ্চমীর ওই দিনে,
সরস্বতীর বন্দনা রত যিনি
নিলো তাকে ছিনে।
সুর সম্রাজ্ঞীর জীবন পাতে
বজ্রাহত সবাই মনে,
বিদ্যা দেবীর পূজোর ক্ষণে
ভাসছে অশ্রু সনে।
শিল্পীর কভু হয়না মরণ
অক্ষয় হৃদি মাঝে,
শ্রদ্ধা ভরে তোমায় নমি
তোমার সৃষ্টি কাজে।