কামিনী কাঞ্চনে আসক্ত আজ সব আমলারা,
হতাশ বুকে হাহুতাশ করছে হাজারো বেকার,
তাদের ঝুলিতে পুঁথিগত বিদ্যার বিপুল বৈভব••
তবু টাকাওয়ালাদের প্রয়োজন অনেক অনেক টাকা,
সঙ্গে আবার চাই ফূর্তির বিবিধ সরঞ্জাম –
নতুবা চোখের জলের সমুদ্রে অর্থের জাহাজ ভাসানোতে নেই সুখ।
লজ্জা ঘৃণা ভয় -তিন থাকতে নেতা হওয়া নয়,
আবার তাঁদের বাড়ে না বয়স আমৃত্যু ,
ভালবাসেন তাঁরা থাকতে সুন্দরী ললনাদের বাহুলগ্না-
অথচ তরুণ প্রজন্মের আঁধার ছাওয়া জগতে-
স্বপ্নের চাকরি কিংবা উন্নতি বাষ্পীভূত হয় অবলীলায়;
সে কষ্ট চোখে পড়ে না ইচ্ছা অন্ধ নেতার দৃষ্টিতে।
জীবন তবু বহমান তাই কিছুদিন হইচই হট্টোগোল,
সংবাদ-বিসংবাদে চাপানউতোর ••
তারপর নেই রাজ্যের দেশের সেই পুরোনো পাঁচালী;
যারা চিরকাল পাদপ্রদীপের নীচে তাদের ন যযৌ ন তস্থৌ স্থিতি•••
টাকাওয়ালারা আইনের ফাঁক গলে ঠিক পেয়ে যাবে নিষ্কৃতি এ রাজ্যে।।