তোমাকে আমি চিনতে পেরেছি সখা,
তুমি নিজেকে যতটাই
আড়াল করে রাখো না কেন !
তুমি ই আমার সেই প্রিয় জন
যে কিনা আমার একান্ত আপন।
এ’বিশ্বে যত দুঃখ তুমি পেয়েছো
যত অবহেলা তুমি নীরবে সয়েছো–
সবটুকু তার ভরিয়ে দিতে চাই—-
যতটা তোমার চরণ ছুঁয়ে যাই।
আকাশের সেই অনুজ্জ্বল তারাটির খোঁজে
আমি ও বারেবারে নিজেকে হারাতে চাই!
জানি না সে কথা বোঝাতে পারি কিনা
হাজার বছর ধরে এভাবেই হারাবো দুজনে!
চিরদিন শুধু তোমার মন ছুঁয়ে রবো–
এভাবেই জনমে জনমে তোমাকে পাবো!