এখন একা থাকার সময় তোমাকে ভাবতে পারিনা আগের মতন
ভাবতে পারিনা কোলাহলের মাঝেও তোমাকে তেমন
একা থাকার মাঝেও তোমাকে ছুঁয়েছি কতবার
কোলাহলের মাঝেও নিস্তব্ধ হয়েছি কতবার;
এখন হৃদয় পাষান;
মনটাও যেন এখন শ্মশান;
শুনশান; বাতাস বয়ে যায় বুকের ভেতরটায়
আর একটা ঝড় এসে ঘর ভেঙ্গে যায়
আমার তরল মন নিশ্চিহ্ন হতে থাকে
কিছু কল্পনা জীবনের ভুল ছিল
কিছু আলপনা মরণের ফাঁদ ছিল
কোন সন্ধিক্ষণের বিষাক্ত তিক্ততা ধৈর্যের প্রাণ কেড়েছিল
কোন মায়ার ছায়ায় ছলনার খেলায় সময় মেতে ছিল
সময়গুলো ছিল বড়ই অ-সময়
সময়ের ভারে আমি গেছি মরে
কালের অসহযোগে আমি আজ চিরনিদ্রায়।