ইঁটের মিনার ভেঙ্গেছে ভাঙুক
প্রেম এঁকেছি ফেনিল শিলায়,
বিরহী প্রপাতের মোহনীয় ধারা
নির্জনতা ভেঙে বিকেল বেলায়,
এক আর্দ্র চৈতন্যের স্তব্ধ তটে
স্মৃতিহীনা প্রশস্ত মেঘলীন পটে,
অবিশ্রাম বর্ষার অজস্র জলাধারে
নিষিদ্ধ শহরে, যুগ-যুগান্তরের আবাস গড়ে,
আমি তো হারিয়ে গেছি, কোনো এক অজ্ঞাতলোকে….
চিরকালের তরে ।