রক্তের ফুহারায় দুধ-সাদা ভাবনাগুলো
অবিকল মাছি হয়ে সিনান সারে নিয়মিত।
ক্লান্তির বলিরেখা ওদের দেহে ও মননে,
শিথিলতাও বয়সের ভারে ভারী প্রকট,
জানু পেতে চাই আল্লার দুয়া-
মুক্তির খোলাপথ দেখাও, কোথায়? কোনদিকে?
অকাল বার্ধ্যকের খোলস ছেড়ে আমিও যে
এগোতে জানি ও পারি নীরক্ত
দিগন্তের টানটান আলোকরেখা-দর্শনে।