চিঠি দিও হঠাৎ কান্না পেলে ,
হঠাৎ অঝোর শ্রাবণ ধারায় ,
ভিজতে ইচ্ছে হলে ।
কিংবা কোনো মধ্য রাতে ,
শহর ছেড়ে শহরতলি ,
হাতটি ধরে সঙ্গোপনে ,
বেড়াই চুপি চুপি ।
চিঠি দিও যখন তখন ,
মন খারাপের পারা ,
পেতে দিও আলতো পরশ ,
মুক্ত অশ্রুধারা ।
জানো এখন আমি প্রাপ্ত ভীষণ !
নিকোটিনে পোড়াই আদর ,
কঠোর বাস্তবতায় ।
চিঠি দিও ক্লান্ত হলে ,
অভিমানের ফাঁকে,
জড়িয়ে ধরে রাখবো বুকে,
আঁচল ভরা সুখে।
জানি তুমি বড্ড জেদী,
ভীষণ একগুঁয়ে ,
তবুও আমি বাসবো ভালো ,
তোমায় বারেবারে ।