ঘুমিয়েই তো ছিলাম
জাগালে যখন , অঞ্জলি পেতেছি
জ্যোৎস্না দাও ,
চকোরীর মতো পান করে শুদ্ধ হই !
তোমার শিরায় শিরায় বইছে
কাকচক্ষু মালিনীর ঢেউ ,
আমাকে শুধু একটিবার
অবগাহন দাও !
অতলান্ত সমুদ্রের কোলে
শুয়ে আছে নিশ্চেষ্ট শুক্তি – শরীর!
তুমি স্বাতী নক্ষত্রের এক বিন্দু
শবনম হও ,
আমি মুক্তোর মতো স্বচ্ছ হই ।
লবটুলিয়ার বনাশ্রমে কত
বিভোল বুলবুলি, বউ কথা কও!
কন্ঠে সুরম্য সুর এনে
আমাকে সুরদাস করো ।
নিদ্রাভঙ্গ হয়েছে এখন ।
সাতঘোড়া রথে
সবে চড়েছেন সূর্যদেব ।
তোমার স্পর্শ বিহীন
হাত বাড়াও ,
উষা- পথে চলো যাই মানুষের কাছে ।