বাদলা বেলায় চলো ভিজি
ঘন মেঘের শ্রাবণ ধারায়,
মন বিতানের শুষ্ক আঙিনায়
ভাসবো দোঁহে রসের ছোঁয়ায়।
বিহগ ডানায় চলো যাই উড়ে
কপোত কপোতীর বেশে,
দীর্ঘ, অতি দীর্ঘ পথ চলো যাই
ভিজে হাওয়ায় ভেসে ভেসে।
বৃষ্টিস্নাত হয়ে আনন্দে
সিক্ত পৃথ্বী ভূমির পরে,
ছলাৎ ছলাৎ জমা জলে,
চলো খেলি খুশি ভরে।
আবেগী মন স্নিগ্ধ ধারায়
ভিজে বেজায় খুশিতে রাজে,
থেকে থেকে মন বীণা তারে
মল্লার সুর আপনি বাজে।
মন চলে যায় মেঘের ঠিকানায়
দিগন্তের ঐ সীমা পারে,
কাদম্বরীর ঝরঝর গানে
ঝাপসা ধুসর মাঠের ধারে।
কদম ফুলের রেণু মেখে
চলো ভিজি শাওন নীরে,
তেপান্তরের মাঠের মাঝে
দূরের বাঁকে নদীর তীরে।