ঋতুর রাজা বসন্তটা এলে মোদের গা’য়
শিমুল পলাশ কৃষ্ণচূড়া ফুলে ফুলে ছায়,
রঙে রঙে ভরছে ধরা নয়ন ভরে যায়,
ফুলের বাগে অলির দলে মধু লুটে খায়।
ফাগুন এলে কোকিল ধরে মিঠে সুরে তান,
উদাস বাউল একতারাতে সেধে চলে গান।
রাইকিশোরী মেয়েবেলা জাগায় স্মৃতির সুখ
যাবি তোরা আমার গাঁয়ে ভরবে তোদের বুক।
শ্যামল মাঠে চাষিরা সব করছে সুখে চাষ
গাঁয়ের মানুষ সহজ সরল প্রীতির সাথে বাস,
বিকেল বেলা কলসী কাঁখে ভরে নদীর জল
নূপুর পায়ে ছলাৎ ছলাৎ কুলবধূর দল।
সাঁতার কাটার হুল্লোড়েতে মগ্ন মনটা খুব
আকুল হয়ে স্মৃতির নদে চাইছে দিতে ডুব,
গাঁয়ের লোকের আদর যত্নের তুলনা যে নাই
দেখবি যত লাগবে ভালো চলনা সেথা তাই।