ওরা ক্ষীন হয়ে ফিরে গেছে
আলোর শহরে
ছুঁয়ে গেছে সচলতা
হৃদয়ের গভীরে
অর্ধেক পোড়া আকাশের নীচে
ধুলোটে পথ হয়ে আছে স্তম্ভিত
বৃত্তহীন মুক্ত আমরা
তবু বিন্দুতে হই মিলিত
ঘাড়ের কাছে ছায়ার অসুখ
লালচে ফুলের কাটায়
নিষ্ঠুর এই জগতের কাছে
দুঃখকথা শোনায়
ওরা ক্ষীন হয়ে ফিরে গেছে
আলোর শহরে
ছুঁয়ে গেছে সচলতা
হৃদয়ের গভীরে
অর্ধেক পোড়া আকাশের নীচে
ধুলোটে পথ হয়ে আছে স্তম্ভিত
বৃত্তহীন মুক্ত আমরা
তবু বিন্দুতে হই মিলিত
ঘাড়ের কাছে ছায়ার অসুখ
লালচে ফুলের কাটায়
নিষ্ঠুর এই জগতের কাছে
দুঃখকথা শোনায়