সবই ঈশ্বরের ইচ্ছা !
আমরা তো নিমিত্ত মাত্র।
ঈশ্বরের যখন ইচ্ছা হয় কাঁদাতে আমরা কাঁদি,
আবার যখন ইচ্ছা হয় হাসাতে আমরা হাসি।
পুতুল নাচের মতোই শুধু সূতোর খেলা,
উনি সূতোটা যেভাবে ধরে রাখবেন ,
যেভাবে সূতোয় রাশ টানবেন আমাদের সেই ভাবেই চলতে হবে।
কেউ তোমাকে দুঃখ দিয়েছে, অপমান জনক কথা বলেছে, তোমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে!
তবে ভেঙে পোড়ো না,
চুপচাপ অপেক্ষা করো, বুঝতে পারবে
ঈশ্বর তোমাকে সঠিক দিশা দেখাতে চাইছেন।
এতদিন ধরে যে তুমি ভুল পথে হেঁটেছ,
সেই পথ ত্যাগ করার সময় এসে গেছে।
পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় এসে গেছে।
তাই উপনিষদে বলা আছে “চরৈবেতি”।
অর্থাৎ চলাই জীবন।