যাওয়া আছে বলেই
ফিরে আসা
মেঠো পথে পথিক আয়ু
বাগান,সঙ্গে প্রসিদ্ধ প্রস্থান দরজা
মেঘের কানে নুপূর বেজে উঠলে
বৃষ্টিমাস
গেয়ে ওঠে বাউল পথ
একতারা জীবন
বৃষ্টি মুখগুলি ঘাসদের গ্রামে
ভেসে ওঠে,ভাসিয়ে দেয়
রজকিনী পুকুর ঘাটে চুপ
তার পা’ছুঁয়ে কল কল বয়ে যায় চণ্ডীদাস
যাওয়া আছে বলেই
ফিরে আসা
মেঠো পথে পথিক আয়ু
বাগান,সঙ্গে প্রসিদ্ধ প্রস্থান দরজা
মেঘের কানে নুপূর বেজে উঠলে
বৃষ্টিমাস
গেয়ে ওঠে বাউল পথ
একতারা জীবন
বৃষ্টি মুখগুলি ঘাসদের গ্রামে
ভেসে ওঠে,ভাসিয়ে দেয়
রজকিনী পুকুর ঘাটে চুপ
তার পা’ছুঁয়ে কল কল বয়ে যায় চণ্ডীদাস