স্মৃতির বাথানে সুপ্তির কোলে
আলগোছে শুয়ে ভাবি মনে মনে,
কোন এক লগ্নভ্রষ্ট সময়ের ভাটিয়ালি সুরে
ভবঘুরে মন পৃথিবীজোড়া একাকিত্বের ধুলোমাখা
অলিগলি থেকে পিচগলা চটাওঠা রাজপথের চোরাবালিতে
ঘুরে মরে কোন এক স্বাপ্নিক নগরীর সন্ধানে,,,
নিষ্প্রদীপ মহড়ায় অথবা আলোর ইশারায়
হঠাৎ এক পশলা বৃষ্টি এসে তোষামোদী সুরে
ভিজিয়ে দিয়ে যায় আঁধারের চাদরে ঢাকা
কোন এক বিষণ্ণ অলস দুপুরকে,,,
শান-বাঁধানো স্মৃতির সোপানে বসে দেখি
অভিমানী জ্যোৎস্নার ঘেরাটোপে
তন্দ্রাচ্ছন্ন শ্রান্ত দুটি আঁখি ভালোবাসার সিলমোহরে
জড়ানো কোন উপন্যাসে হারিয়ে যাওয়া আধুলি যেন,,,
প্রগাঢ় ভুলের মরশুম ভেঙ্গে
পতনাভিমুখী যন্ত্রণার অগ্নিগর্ভ ঘেঁষে
ছিটকে পড়েছে উন্মুক্ত জ্বালামুখী বিরহ-বারুদ স্তুপে,,,
দুর্বোধ্য শিলালিপির ভাঁজে কিম্বা
পাহাড়ের ক্ষয়িষ্ণু চামড়ার আঁচলে
লুকিয়ে রেখে স্মৃতির ঐকান্তিক আর্তনাদ,
জীবন পাথর গড়িয়ে চলে চড়াই-উৎরাই পার করে
কখনও পৃথিবীর বুকে জীবাশ্ম হয়ে জড়ো হয়
কখনো বা আটকে পরে ব্যস্ত সময়ের ঊর্ণাজালে…।