সুদূর ভবিষ্যতের সমাপ্তিতে-
এই প্রাণীসম্পদের খ্যাতিতে-
আলফা বাসি অযাচিত অতিথি,
নেমে এল পৃথিবীর মাটিতে।
ধাতব বাড়ির ফাটা মাথায়,
গথিক গির্জার ভাঙা চূড়ায়।
পাহাড়ে এসে হল রঙ্গ –
ফুটেছিল এক অমৃতফল !
পাশে ছিল সিঁড়িওয়ালা সুড়ঙ্গ,
তাও ধ্বসে যাওয়া বিপদসঙ্কুল।
তাতে হলুদ চোখের চিকিৎসক,
তখন মৃত্যু থেকে অনেক দূরে –
হাতুড়ি হাতে করছিল সে
যন্ত্রের চিকিৎসা যত্ন করে।—-
নতুন প্রানের সন্ধানে রত
অতিথিরা হয়েছিল আশাহত,
আপেল গাছ নিটোল পুরোটাই!
সে তো বানানো বনসাই ।
ডাক্তারের শিরায় শিরায় গলদ,
সেখানে বইছে দূষিত পারদ।
বৃক্কের মৃত অ্যালকোহল-
যান্ত্রিকতার ফল।।।