তিথি ফুরিয়ে আসার আগেই
ধ্রুবক দেহের জন্য তুলে আনি
‘উপাস্যের দূর্বা’
শিশিরে, দীর্ঘ নীরব ছায়ায়
বশীভূত আছে গত একক থেকে—
যে সড়ক অন্ধ-অরণ্যের
তারই দু-পাশে, অসমাপ্ত বুননের মতো—
দেখেছি, অবহেলায় পড়ে আছে
এক নিরুপায় সবজে সীমানার সৈনিক—
স্বার্থে, দেবগৃহে পবিত্র হয়ে ওঠে
সেই ভূমিপুত্র