উঠবে সূর্য আকাশের বুকে কালো রাত্রির বুক চিরে
এই আশাতেই কাটে দিন বর্তমান সভ্যতার করাল তিমিরে।
মনুষ্যত্ব জাগবে কবে, হবে মানুষ সজাগ
মানুষের বোধ বুদ্ধি দেখে হচ্ছি হতবাক।
চোখে ঠুলি বিবেকে তালা কেমন মানুষজন!
শ্রী প্রকল্পে তৃপ্ত তারা নিশ্চিন্তের জীবন।
দ্রব্যমূল্য বৃদ্ধি বেকারত্বের হাহাকার শিল্পহীন নগর
প্রজন্মের পর প্রজন্ম হবে ভিক্ষাবৃত্তিতে নির্ভর।
বাকরুদ্ধ মানুষজন হবে কবে প্রতিবাদে তৎপর!
গরিবের সরকার তকমা লাগিয়ে দান বিলিয়ে চলছে প্রশাসন
ঋণের পরিমাণ খনিতে পরিণত মাসুল গুনছে পরোক্ষে জনগণ।