বৈশাখ-জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল
পশুপাখি মানুষেরা বড় নাজেহাল ।
খালবিল জলাশয়ে জল যায় কমে
কুলফি মালাই খেয়ে দিন বেশ জমে ।
হেথা হোথা বেলি জুঁই কাঞ্চন ফুল
বয়ে চলে ছোট নদী ঢেউ কুলু কুল ।
গাছে গাছে আম জাম কাঁঠালের সারি
গরমে শীতল থাকে মেঠো ঘরবাড়ি ।
লিচু আর তরমুজে ফলেদের মেলা
আঙ্গুরের আয়োজনে বেশ কাটে বেলা ।
গ্রীষ্মের ছুটি পেয়ে ছোটদের মজা
তারি মাঝে ধুমধাম বাসন্তী পূজা ।
গর্বের কবিগুরু জন্মোৎসব
আবৃত্তি নাচে-গানে ভারি কলরব ।
জ্যৈষ্ঠে নজরুল জন্মদিবস
রাজা রামমোহনের খ্যাতি নাম যশ ।
অন্নপূর্ণা পূজা নৃসিংহ ব্রত
হাঁসফাঁস গরমেই উৎসব যত ।
ফুটিফাটা মাটি আর এক হাঁটু জল
মিঠে হাওয়া ভোরবেলা রোদ ঝলমল ।
বিকালে ঝঞ্ঝা নামে কালবৈশাখী
বাসাতে প্রহর গোনে শঙ্কিত পাখি !
শিল পড়ে বৃষ্টিতে ফসলের ক্ষতি
শিল তুলে টপাটপ মুখে ভরে মতি ।