গ্রন্থাগার, তুমি অতীত ইতিহাসের স্মৃতিকে
সযত্নে বক্ষে জড়িয়ে রাখো।
অসীম জ্ঞানের আধার তুমি
মানুষ গড়তে অসামান্য অবদান রাখো।
জ্ঞানের প্রদানে শান্তির বাণী ছড়াও
মহামানবের অমর আলোকধারায়।
মানব সভ্যতার হৃৎ-স্পন্দন তুমি
আধুনিক সভ্যতা-সংস্কৃতির সমৃদ্ধি
গড়ে তোলো পাঠকের ইশারায়।
সকল নিস্তব্ধতা ভেঙে দুঃসাহসিক অভিযানে,
থাকে হাজার বর্ণমালার সহাবস্থান
গল্প-উপন্যাস ছড়ার গানে বিদ্যার প্রকাশ।
জীবনের সকল অধ্যায় ছুঁয়ে
এক রোদেলা ফাগুনের বাস।
বইয়ের পাতায় ঠাসা পর্বতমালা ,
দেখি আগ্নেয়গিরি , আদিগন্ত বিস্তৃত মরুভূমি ।
গ্রন্থাগার জোড়া বইয়ের দিগন্তে রংধনু অনায়াসে হাঁটে
ফসলে ফসলে ভরে হৃদয়ের বিরান শস্যভূমি।
মরা নদীতে প্লাবন আসে
সূর্যোদয় থেকে সূর্যাস্ত শব্দের চুম্বনে,
নদী-ফুল-প্রজাপতির শত রংবাহারে
মিটাতে জ্ঞান-তৃষ্ণার সাধ
মনোযোগে বই পড়া নির্জনে।
মনের শান্তি তুমি ভবিষ্যতের পথ প্রদর্শক
দেশ ও দশের উপকারে আছো তুমি
জাতির উন্নয়নে, ঐতিহ্য ও সংস্কৃতির তুমি-ই তো ধারক।