বন্ধু,প্রেমিকা ,প্রতারক,বেইমান শত্রু,খুনি
হায়রে তোমায় কি নামে ডাকি!
নিজের সংসারটা ভালোই গুছিয়ে নিয়েছ !
মনে পড়ে বিগত সেই দিনের কথা,
সূর্যাস্তের কিছু আগে ঠিক গোধূলীতে
অপরূপা স্বর্ণচুড়ি শাড়ি পরে তুমি
আকাশের গায়ে বর্ণছটা ছড়িয়ে অপেক্ষায় ছিলে।
তুমি দাঁড়িয়ে ছিলে মাথাটা নত করে
সেই বিখ্যাত চাঁদমারি পুকুরের ধারে।
বাহাত্তর সালের গন্ডগোল চলছিল
তাও তুমি বলেছিলে দেখা করার জন্যে
তুমি অপরূপ সাজে সেজে এসে বলেছিলে
জানো রুপাঞ্জন কাল আমার বিয়ে।
এই দেখো শাঁখা পলা আমার হাতে
মুহূর্তের মধ্যে চমকে উঠি তোমাকে ধাক্কা দিই
গুলিটা আমার বুকে লাগতেই যন্ত্রণায় মাটিতে পড়ে যাই
তুমি আমাকে ডিঙিয়ে চলে গেলে!
আচ্ছা আমাকে মারার প্ল্যানটা কি সুপরিকল্পিত!
আজ তোমার ছোট মেয়েকে আমার ছেলে বিয়ে করে এনেছে
গোধূলী তুমিই বলে দাও বৌমাকে কি নামে ডাকি??