পড়ন্ত বেলায় স্মৃতির ভেলায়
ডুবে পানকৌড়ি মনে,
হৃদয় হরষে সুখের পরশে
আঁকড়ে স্মৃতির ধনে।
কতনা রজনী আমরা সজনী
আবেশে বিভোর হয়ে,
আলাপন মাঝে দুজনাই কাছে
কেটেছে খুশি লয়ে।
কভু ফুলবাগে প্রেম অনুরাগে
ফুলের বাসর গড়ে,
নিবিড় সুখে দোঁহে হাসিমুখে
মেতেছি উল্লাস ভরে।
দেখি অপলকে ভ্রমর পলকে
ফুলের মধু পানে,
মুগ্ধ মনে বিবশ ক্ষণে
পরাগ রেণু দানে।
মুখরিত মন পুলকিত ক্ষণ
হেরি গোধূলির শোভা,
বিদায়ী রবি জলে প্রতিচ্ছবি
মনটা করে লোভা।
গোধূলি বেলায় রাঙা আলো
মায়াবী পরশ মাখে,
প্রিয়ার প্রীতি মধুর গীতি
স্মৃতির পশরা রাখে।