রোদ্দুর মত ভাসছে মাছ
ভিড় জমছে,চার পাড়ার লোকজন
বাবুদের পুকুরে,
ভেতরে জেগে ওঠে
মাছরাঙা পাখি
ফোটা ফোটা জল নিয়ে
তৈরী করে মাছেদের ঘরবাড়ি
পুকুরের জলে বিষ দিয়েছে
ডিম পাস করাবে
বোঝে কেউ,বুঝতে চায় না অনেকে
পেঁচা ও কান্না পোষে
গাছের টুগে বসে
গরিবের ঘরে,
দারিদ্র্যের থালায় অনেক দিন বাদে উঠবে
বিষমাছ আর ভাত