অনেক দিন হল
কথা নেই
মেঘেরা ঝনঝন করে
বেজে উঠলে
বিদ্যুতের ফ্ল্যাশে কথাগুলি
ছবি হয়ে ওঠে
মান না অভিমান
জানি না
পড়ার টেবিলে শরীর ফুল
হয়ে ফোটে
ঘ্রাণ,ভোমরা হয়ে
গুনগুন করে
আমি আজও
তার ভোর চোখের দিকেই
চেয়ে থাকা
অনেক দিন হল
কথা নেই
মেঘেরা ঝনঝন করে
বেজে উঠলে
বিদ্যুতের ফ্ল্যাশে কথাগুলি
ছবি হয়ে ওঠে
মান না অভিমান
জানি না
পড়ার টেবিলে শরীর ফুল
হয়ে ফোটে
ঘ্রাণ,ভোমরা হয়ে
গুনগুন করে
আমি আজও
তার ভোর চোখের দিকেই
চেয়ে থাকা