আমায় আঘাত করলে
পরে আমিও পাই যন্ত্রণা।
আমারও যে প্রাণ আছে
বুঝতে কেহ চাই না
আমার উপর যা কিছু
করা যায় এটাই সবার ধারণা।
সবাই বাঁচার লড়াই করে
হয়তো আমি সেটা পারি না।
আমায় কেটে মানুষজন
বানাই নিজের অট্টালিকা
নিজের মৃত্যু নিজে ডাকছে
কেহই সেটা বোঝে না।
আমার যদি পতন হয়
তোমরা কেহ বাঁচাবে না।
পরিবেশ টা দূষণ হবে
জল হওয়া আর বয়বে না।
পাল্টে যাবে পৃথিবীটা
বাসযোগ্য তখন থাকবে না
তাই শুধু শুধু আমার উপর
ধ্বংস লীলা আর চালিও না।।