গাছেদের মতো ভালোবাসতে
মানুষ কি পারে?
গাছের মতো ত্যাগ স্বীকার
আর কেউ কি জানে?
মানুষ জানে নিতে,
গাছ পারে দিতে,
সমস্ত পাতা ঝরিয়ে,
গাছ নীরবে থাকে দাঁড়িয়ে।
গাছের কাছে গিয়ে দাঁড়াও,
মন প্রশান্তিতে ভরে যাবে।
গাছের কাছে গিয়ে দাঁড়ালে
মানুষকে কেন ছোট লাগে?
গাছেদের মতো ভালোবাসতে
মানুষ কি পারে?
গাছের মতো ত্যাগ স্বীকার
আর কেউ কি জানে?
মানুষ জানে নিতে,
গাছ পারে দিতে,
সমস্ত পাতা ঝরিয়ে,
গাছ নীরবে থাকে দাঁড়িয়ে।
গাছের কাছে গিয়ে দাঁড়াও,
মন প্রশান্তিতে ভরে যাবে।
গাছের কাছে গিয়ে দাঁড়ালে
মানুষকে কেন ছোট লাগে?