রাতের আলোয় মুখ দেখা যায়, মুকুল আসে চোখে। রাতের আলোয় পালিয়ে যাওয়া যায় নরক ছেড়ে
গুনতে বসি সারাদিনে কতবার হেঁটে গ্যাছো বুকের উপর দিয়ে, হিসাব রাখি মনখারাপে ভাস্কর হতে পেরেছিলে কিনা
অথচ হিসাব মেলেনা
যেভাবে এরোপ্লেনের ধোঁয়ার দিকে তাকিয়ে থাকি রোজ, পাহাড় গেলে গর্তের দিকে,
শাড়িতে তুমি সামনে এসে দাঁড়ালে সেভাবেই তাকিয়ে থাকি ছায়ার দিকে
মুগ্ধ হই। ভয় পাই। শৃঙ্খল হই। ফুলগাছের দেবীর দিকে তাকাতে নেই
মুগ্ধতা বাড়ে। উৎশৃঙ্খলতা বাড়ে। কেবল ভয় ভোর হয়ে যায়।
রাতের আলোয় সব দেখা যায়, অভিমুখ, মুখোশ, নরক-
আমি জানি;
রাতের আঁধারে শরীরে ফুল ফোটে।