গাছটা মাথা উঁচু করে দাঁড়িয়ে,
কত বছর যে তা বলা যাবেনা।
ছাদের উপর থেকে প্রতি ঋতুতে দেখি।
গ্রীষ্মে দেখি কেমন মনমরা,
বর্ষা এলে সাজে নববধূর সাজে,
নতুন কিশলয়ে সেজে ওঠে,
শরতের বার্তা আনে বাতাস থেকে,
প্রকৃতির একক হয়ে বার্তা ছড়িয়ে দেয় বনানীতে।
হেমন্ত শোভা বাড়ায় তার,
শীতে শুরু করে পাতা ঝরানো,
নিজস্বতা হারাতে শুরু করে,
বসন্তে পাতাসব ঝরে পরে,
শুষ্ক ডালপালা অপেক্ষা করে
ঋতু পরিবর্তনের।