আচ্ছা, গল্প লেখা সহজ নাকি কবিতা ?
তোমরা গবেষণা করে দেখেছো কি তা ?
গল্প লেখায়, আমার খুব একটা নেই ঝোঁক ।
তোমরা তো সমালোচক ।
তোমরা কি ছুটছো কবিতার টানে ?
নাকি খুঁজে বেড়াচ্ছো, গল্পের সহজ-সরল মানে ।
অবসর বিনোদনে ,
কে থাকে তোমাদের সনে ?
কবিতার ছন্দ ?
নাকি গল্পের সোঁদা মাটির গন্ধ ?
আমি কিন্তু ইলশেগুঁড়ি বৃষ্টিতে ,
স্বাচ্ছন্দ বোধ করি ছন্দ সৃষ্টিতে ।
বদ্ধ ঘরে, মনে মনে গুনগুন করছি আষাঢ়ে ।
হঠাৎ কে যেন এলো আমার দ্বারে ,
নানান রকম গল্পের ডালা সাজিয়ে ।
মিটিয়ে নিলাম দ্বন্দ্ব সব, সন্ধ্যায় শঙ্খ বাজিয়ে ।