☂️ ছাতা মাথায় গরম কালে
🦊 শিয়াল পন্ডিত চলে,
দাবদাহে মাথা বনবন
শরীর যেন টলে।
নদীর পারে ছানারা সব
পড়ছে গাছের তলে,
মকর ছানা কাদা পাঁকে
ছড়া বলে চলে।
শিয়াল বলে কুমির ছানা
এসো এদিক পানে,
সবার সঙ্গে মিলেমিশে
পড়ো অগ্নি বাণে।
শিয়াল বলে হুক্কা হুয়া
ব্যা ব্যা করে অজা,
কুমির ছানা লেজটি নাড়ায়
ভেড়া বলে মজা।
ভোঁদড় ছানা লাফিয়ে যায়
গরম লাগছে বলে,
শশক দেখি পিপাসাতে
মাথা ভেজায় জলে।
👓 রোদ চশমাতে খ্যাঁক শিয়ালী
নদীর দিকে চলে,
গরম লাগছে সকল ছানার
নামে নদীর জলে।