পেরিয়ে এসেছি অনেকটা পথ
তবুও চলার আনন্দে এগোচ্ছি!
গন্তব্য এখনও অনেক দূর,
পিছু ফিরে দেখার সময় এখন নেই
শুধু চলা আর চলা,
পেছনে ফেলে এসেছি
সোনালী রোদ্দুরে মাখা শৈশব,
শাল মহুয়ার গন্ধমাখা কৈশোর
আর কামনার অরুনিমায় রাঙা যৌবনের চুমকি বসানোপথ॥
এখন হেমন্তের ধূসর গোধূলি!
ধীরেধীরে সময়কে বয়ে নিয়ে চলেছে সেই অচেনা গন্তব্যের দিকে!
তবুও মনের আকাশে জ্বলে আশার প্রদীপ!
এখনও ভালোলাগে প্রকৃতির রঙবদল!
এখনও বাতাসের ফিস ফিস কথা
মনকে দোলা দেয়॥
উদ্বেলমন ছুটে চলে সেই শাশ্বত গন্তব্যের দিকে,,,,,
যাকে বলবো…”মরণরে, তুঁহু মম শ্যাম সমান”॥