কাছাখোলা স্বভাবের চালচলনে যার পর নাই
কপালে বদনামের ছয়লাপে ভরা কোটাল।
তবে কেন আত্মসম্মানের দিকে নজরের অভাব?
কেনই বা সমাজে সুনামের সুসময়ের এত আকাল?
আসলে গা-ছাড়া মনোভাব নিয়ে টালবাহানা,
অত-শত ভাবনাচিন্তা আদতে নেই যার-
ভালবাসে সে রয়েসয়ে দূষিত বায়ুর আনাগোণা।
এতে কাছের পাশের মানুষের লজ্জায় নতমস্তকে
দুর্ভাবনার কালো মেঘের কথা অনুভবেই আসে না!
অস্বস্তির পাখনা-বিস্তারে হেথা-হোথা ধূলি ওড়ে,
পঞ্চইন্দ্রিয় সেসব বুঝতে ব্যর্থ নিরর্থক চলনে।
ভোগান্তি পাশে এসে ভালো মনে পিঁড়ি পেতে বসে,
তবুও ফেরে না মন সঠিক পথের অনুসন্ধানে।
কাছাখোলা স্বভাবের আছোলা বিশ্বে অশান্তিই যেন
শান্তির প্রতিভূ হয়ে প্রতিভাত নিজস্বতার ধরণে।
বোঝালেও অবুঝ অশুভ এক শক্তি কঠিন বেষ্টনে
বেঁধে রাখে তাকে অসময়ের অসুখে অনিমেষে।
এবার কাছাটা হোক্ আরো আরো পরিপাটী অনিন্দিত
সদাহাস্যময় বদনে শুভ্রতায় সংযত মননের করমর্দনে।