চারপাশের সমস্যাগুলোর ঘাড়ে যেন রো—
বৃদ্ধ, পুরাতন!
সমাধান-সম্ভাবনা হয়তো বা সুদূরাস্ত-
ভগবানের ঠোঁটেও এখন নেই যে রা!
ক্ষিপ্ত মগজেরা তাইতো শশব্যস্ত
ঈশ্বরের জাতপাত-নির্ধারণে-
বামুন না মুসলিম, আদিবাসী না জনজাতি
অথবা ধার্মিক না অধার্মিক!
মানুষের দরবারে পণ্ডিতরা এত আসুরিক!
গবেষণার রাজ-প্রকরণে বিষ্মিত মন-সীমানায়
ভাবনাও বুঝি গগনচুম্বী!
বাস্তব ছেড়ে ঘোরে যদি নজর-প্রান্ত,
শিথিল মসনদের পালে যদি লাগে হাওয়া
হলকা-প্রবাহের আঁচে!
চারপাশের সমস্যা-পাহাড়ে হাসছেন খোদা
পাগলের মহাথানে ।