ডাকছে ব্যাং ঘ্যাংর ঘ্যাং
আকাশে তুলে দুটো ঠ্যাং।
এইনা দেখে খোকা হাসে
আষাঢ় শ্রাবণ এই দুমাসে।
রাতে ব্যাঙের শুনে ডাক,
বাইরে যাবে খোকার হাঁক,
দুষ্টু দানোর শুনে কথা,
মায়ের কোলে ঢোকায় মাথা।
ঢাল তলোয়ার সাথে নিয়ে,
হবে যখন দিন, রাত গিয়ে।
মুখে বললেও জল চোখে,
ভুলল মায়ের আদর মেখে।