অনেকদিন পর এলোমেলো ছন্নছাড়া ,
সামনে প্রতিবিম্ব আনকোরা |
কতো দিন পর আবার মুখোমুখি ,
সময় চোখাচোখি ,
নেইকো তাড়া ;
অগাধ অবসর |
অনেকদিন পর শুধু তুই আর আমি ,
ধূলোমলিন চিলেকোঠা জুড়ে পাগলামি ।
অনুরণন খুনসুটি পদ্মপাতা ,
কথা ছিল বিদায় সকল কান্না ।
গোপন দেরাজ উপচানো ভালোবাসা ,
প্রতিশ্রুতি কেবল আগলে রাখা ।
থাকবেনা কোনো জাগতিক চাওয়া পাওয়া ,
শুধাবেনা কেহ , জানবেনা কেহ ,হবি অবচেতন হিয়া।
অনেকদিন পর সাজিয়েছি খেলাঘর,
নতুনের ছাঁচে পুরানো আবদার |
আগুন রঙা আবীর দিলাম তোকে ,
উষ্ণতা আজ হারায় পথের বাঁকে |
অনুভূতিরা চোরাবালি হয়ে পশিবে রন্ধ্রে রন্ধ্রে ,
অগণিত ঢেউ আছড়ে পড়ুক অসম্ভবের মন্ত্রে ||