খেজুর গাছের বাঁধা হাঁড়ি
ঝুলছে কেমন সারি সারি,
ভরলে হাঁড়ি মধুর রসে
মজায় খাওয়া রোদে বসে।
শীতটা এলেই শিউলি দলে
রসের হাঁড়ি বেঁচতে চলে,
কাঁধে লয়ে রসের হাঁড়ি
হেঁকে চলে বাড়ি বাড়ি।
খেজুর রসের পিঠে পায়েস
খেতে মজা করে আয়েস,
স্বাদটা ভারী তাজা রসে
ছেলে বুড়ো খাচ্ছে কষে।
খেজুর রসে জ্বালটা দিলে
স্বাদে অতুল গুড় যে মিলে,
চিতই পিঠে তৈরী করে
গুড় দিয়ে খাও মনটা ভরে।