মাঠের মাঝে সোনার ফসল,
দিগন্তময় ছড়ায় আঁচল।
নতুন ধানের গন্ধে মাতাল,
মৌমাছি দল লোভে উথাল।
কিষান কিষানি কাটে ধান,
হরষিত রয় হৃদয় প্রাণ।
নবান্ন সাথ খুশির মেলা,
উৎসব মানায় সারা বেলা।
খেজুর রসে ভরা হাঁড়ি,
শিউলি আনে ভোরে পাড়ি।
নলেন গুড়ে তৈরি পিঠে,
হয় আয়োজন পায়েস মিঠে।