বহুদিন পরে
নামলো বৃষ্টি শহরে
মানুষ পেলো স্বস্তি
বৃষ্টিতে ভিজে আনন্দেতে করছে সবাই মস্তি
কৃষকরাও ভিজছে মাঠে
ভিজছে পশু পাখি গাছের পাল
ভিজছে ঐ মাঠের মাটি; ঘাসের দল
কি আনন্দ…!
কি আনন্দ…..!
কি আনন্দ মনে…..!
শিশু বড় ভিচ্ছে সবাই; নাচছে জনে জনে
এমনভাবে বহুদিন পরে যদি যায় কিছু পাওয়া
কত ভাগ্যবান নিজেকে ভাবি যায় না ব্যাখ্যা দেওয়া
কাঠফাটা রোদে দীর্ঘ খরা
তারই কবলে যাচ্ছিল সব পড়ে মারা
হঠাৎ এমন বৃষ্টি এলে পেলাম তাদের প্রাণের সারা
শক্তির প্রমান দিয়েছেন ভগবান
সেই প্রভাবে আজ আমরাও মহান
বিশ্বব্রহ্মাণ্ডের অসীম কৃপায়
এখন সবার প্রাণটি জুড়ায়
রিমঝিম ঝিম বৃষ্টি হচ্ছে
আমার মনের ভেতরেও কে যেন হাসছে
ভিজবো আমি; ভিজবে তুমি; ভিজবে আজ প্রাণির সকল
সবার মনের দীর্ঘ কামনায় সবাই আজ পূর্ণ সফল।