মনের দরজায় কে যেন রোজ
ঠক্ ঠক্ করে যায়,
অবোধ আমি দেইনি সাড়া ডাকে
বুঝতে পারিনি হায়!
অপার করুনা ছিল তাঁর জানি
মমতায় ভরা মন,
নির্বোধ এক অর্বাচীন যে আমি
পেয়েও হারাই ধন।
ঘাত- প্রতিঘাত এসেছে জীবনে
নেমেছে দুখের ঝড়,
তবুও মানতে চাইনি কখনো
নয়তো সে কভু পর।
ভবের মাঝে নিজ সুখের তরে
দিবানিশি ব্যস্ত রই,
যার কৃপাতে জন্ম নিলাম ভবে
তাঁর কথা ভাবি কই?
বেলাশেষে যতোই ভাবছি বসে
অনুতাপে অশ্রু ঝরে,
ক্ষমা করো মোরে দয়াল ঠাকুর
মিনতি চরণ পরে।