অসংযমী লোভ, থাবা বসিয়েছে মায়া – মমতায় ।
শুধু চায়, আরও চায়, বাঁচতে চায় ক্ষমতায় ।
আকাঙ্ক্ষা পৌঁছেছে আজ লালসার চরম শিখরে ।
অশ্রু ঝরে, মানুষ মরে , অসহায় কাঁদছে অঝোরে ।
প্রয়োজনে সবাইকে মেরে, রাজা হতে চায় ।
বিবেকশূন্য মৃত্যু মিছিল, এগিয়ে যায় নির্দ্বিধায় ।
ঋতু বদলায়, মানসিকতা তবু সেই একই জায়গায় ।
নির্লজ্জ মন, মানবিকতা হারায় ।
ঢাক পিটিয়ে পাড়ায় পাড়ায় ,
অগ্রগতি এবং উন্নয়নের সংবাদ ।
সাধারণ মানুষ ভুলে গেছে হায় !
স্বাধীনতার স্বাদ ।
কিন্তু চারিদিকে পোস্টারে, ব্যানারে ছেয়ে যায় ,
গণতান্ত্রিক সংবাদ ।
মাঝে-মাঝে আমারও মনে জাগে সাধ ,
ভেঙে দিয়ে নিয়মের বাঁধ ,
ওই পথে ছুটে যাই ।
লোভ – লালসায় নিজের অস্তিত্ব ভোলাতে চাই ।