বুকের মধ্যে ঝড়, দিগন্ত বিস্তৃত বালিয়াড়ি
ক্লোরোফিল মুছে গেছে, সবুজ বিবর্ণ ধূসর
হৃদয়ের আলনায় জমে থাকা মাকড়সার জালে
প্রতিদিন ধুলো জমে ; রসহীন পতঙ্গের পাখায়-
আগুন ! পতঙ্গ পোড়ে, মৃত্যু মুছে দেয়
স্তব্ধ জীবন, আর শব্দের মিছিল
মিশে যায় জনস্রোতে কান্নার আড়ালে
ঘুম ভাঙ্গে প্রতিদিন, কাক ডাকা ভোরে…
তবুও কি ঝড় ওঠে ? রোজ রোজ বেড়া ভাঙ্গে কেউ ?
বিপ্লব দানা বাঁধে শেষ মিছিলের জনরোষে
হাজার মিথ্যা দিয়ে স্বপ্ন যায় না চুরি করা
সূর্যের ধার করা আলোয় চাঁদও হাসে জানি ;
একদিন পতঙ্গের সোনালি ডানায় আলো মেখে
সূর্য-রশ্মি ছিঁড়ে সবুজের আলপনা এঁকে
ছড়িয়ে দেবো তোমার ধূসর বালিয়াড়ির বুকে
অনন্ত অসংখ্য সবুজ, তরতাজা ক্লোরোফিল…