শোক বীজ পুঁতে দিলে কবিতায়
যুদ্ধের হাড়ে আর মজ্জায়
শিব শিব শেকড় কি গজাবে !
রগরগে সংবাদ হামলায়
শোকে ভরা বাঙ্কার ভেসে যায়
খুঁজে এনে তাদের কে সাজাবে !
মানবতা শুয়ে বসে কঙ্কাল
ফুল আর ফুটবে না , হরতাল
কবিতার সাধ্য কি ফোটাবে !
কতটুকু কবিতায় ফেরে হাল !
তবুও দাঁড়িয়ে গেলে শৈবাল
পথের মধ্যে পা জড়াবে ।
তার চেয়ে চর্চার দাঁড়ে তাঁত
মদন তাঁতির হোক ছায়াপাত
সময়-ই শিক্ষক বোঝাবে ।
ক্রৌঞ্চীর শোকে সেই শরাঘাত
যুগে যুগে শব্দের ধারাপাত
ধারামন শান্তিকে ফেরাবে ।