আগুনে আগুন লাগে
ক্রোধের পারদ চড়লে,
বোধবুদ্ধি ক্রোধে ঢাকে
সম্বিত হয় বিপদ ঘটলে।
ক্রোধানলে বিনষ্ট সব
ধ্বংসের পথ হয় প্রশস্ত,
ক্রোধের বেগ দাবানল মতো
করে তছনছ বিধ্বস্ত।
ক্রোধ আগুনে সংসার ভাঙে
রেষারেষি,হিংসা জাগায়,
অপকর্ম করতে তখন
মনের মাঝে বাঁধা না পায়।
হিংসা দ্বেষ স্বার্থ ভাব
ক্রোধের থেকেই জন্ম,
ক্রোধ সংবরণ করতে পারা
হয় যে মহৎ ধর্ম।
ক্রোধের বশে ভুলে মানুষ
কে আপন কে যে পর,
লোভ লালসা দ্বেষ অনলে
ছন্নছাড়া সুখের ঘর।
ক্রোধকে তাই সংবরণ করে
চলতে হবে বিবেক পথে,
তবেই মধুর সম্পর্ক সাথে
শান্তি আসবে স্বর্ণ রথে।