শতাব্দীর ষোল থেকে ঊনবিংশতি কাল
ক্রীতদাস ব্যবসা রমরমা জোরাল।
পর্তুগিজ, ওলন্দাজ, স্পেন, ব্রিটিশ আর ফ্রান্স
নপুংসক যত আফ্রিকান উপকূলে আগত।
হাতে চাবুক আর সয়ংক্রিয় আগ্নেয় অস্ত্র
চিরুনি-তল্লাশি সাচ্চা পৌরুষ-নারী স্বাগত।
কলম্বাস আবিষ্কৃত আমেরিকা মহাদেশ
খেত-খামার কলকারখানায় প্রকৃত পুরুষ আকাল।
ইউরোপের সভ্য ! শ্বেত ত্বক্ সাহেবদের রমরমা
ক্রীতদাস ব্যবসা আমেরিকার হাট-বাজারে সকাল-বিকাল।
হাতে-পায়ে বেড়ি, আফ্রিকান হৃষ্ট-পুষ্ট কালো মানুষ চাই।
সভ্য সমাজের ! প্রভুদের কাঁচা পয়সার বড় খাই!
সময় বদলেছে, গঙ্গার দুপাড় ছাপিয়ে বয়ে গেছে অনেক জল
বদলায় নাই নব্য নীল রক্তের গুহ্য লালসার নলের কল।
মার্জিত শিক্ষিত ললনা আজও যূপকাষ্ঠে বলির পশু
বরের পিতা, কাল সাহেব, হাঁকায় অন্যায্য দর আশু।
নিলামের হাটে দর উঠেছে, তেল চুকচুকে বলদ হাই!
ফেল পয়সা, বাজাও ডুগডুগি নাচবে বাঁদর যেমন চাই।
দেশের আইন-কানুন কলাগাছে তেল
বারংবার পিছলে যাবে, পরিণতি-ডাহা ফেল।