নিঃস্ব জীবনের নিকষ রাতে —
স্বপ্ন ভাঙার চুরমার শব্দে,
কলিজার ভিতরে দমবন্ধ হওয়া অনুভূতি সামিল l/
আমার চাপা কান্নায়
মরুভুমি ও সিক্ত হয়ে ওঠে l/
ভাবনার অচেনা মোচড়ে -টের পাই
কানে কানে কারা যেন বলে —
“খোকা আয়, এই দেখ আমরা “l/
স্বপ্নে সব শব্দ দলা পেঁচিয়ে –হ য ব র ল l/
অনাথ হওয়ার অসীম ক্ষিপ্ততায়,
পিঠ ঠেকে গেছে দেওয়ালে l/
আমি ফিরতে চাই আমার হারিয়ে যাওয়া
(বাবা ও মা) স্বপ্নের কাছে —
কিন্তু বাস্তব থামিয়ে দেয় আমাকে l/
অগত্যা থির হয়ে দাঁড়িয়ে রই ঘাত -প্রতিঘাত সয়ে l/
বুঝতে পারি ঠিক পর মুহূর্তে —
“কোন এক কুক্ষণে আমাকে করেছে অর্পণ,
অভাগার মোড়ে ভাবনা আমার দূরবীক্ষণ “l/
উপোষ থাকি নিরন্তর প্রহর ভরে, /
হৃদয় ক্যানভাসে আঁকি প্রত্যয়ের নির্ভেজাল অনুভূতি l/
ক্রমাগত বিনিদ্র আঁখি.. /
নিস্তব্ধতার কম্পনের শব্দ আঘাত হানে হৃদযন্ত্রে l/
সহনীয়তা লোপ পাচ্ছে ক্রমশ, /
হাজারো প্রশ্নের সঙ্গে ধস্তাধস্তির পর
আমি নিস্তেজ, ক্লান্ত l/
স্মৃতির বালির চিহ্নে হাতিয়ে ফিরি হারানো মুখ l/
ফিরে পাওয়ার প্রবল আকুতি —
জীবনে বাঁচার ইন্ধন জোগায় l/
চাপা কষ্টে বুক প্রস্তুতি নেয় সত্যের মুখোমুখি হওয়ার l/
আমি মাতাপিতা হীন… অনাথ l