যে যার ধর্ম চলবে মেনে
বিবেক বুদ্ধি সনে,
ধর্মহীনের সকল কর্মেই
বিফলতা ভনে।
কোরবানি দাও ধর্ম মতে
স্বচ্ছতায় মন ভরে,
মনে থাকা পশুত্বভাব
দাও না খালাস করে।
অহং দ্বেষে থাকলে মনে
মনুষ্যত্ব নাশে,
কোরবানি দাও কলুষ দ্বেষে
জাগো প্রীতি রাশে।
কোরবানি দাও হিংসা ভুলে
দীনের সহায় থাকো,
যাকাতটা দাও মনটা খুলে
হৃদে তৃপ্তি মাখো।
হারাম কামাই করবে জবাই
জীবন শেষের বেলা,
হালাল পথে থাকলে চড়বে
প্রভুর নামের ভেলা।