আমার আছে পদ্মানদী’ ‘আমার আছে গঙ্গা’
‘আমার আছে খুলনা-যশোর’ ‘আমার আছে বনগাঁ’
‘আমার আছে রূপসা’ ‘আমার রূপনারায়ণ নেই’ ?
‘শিলাইদহ আমার’ ‘আর আমার আছে সেই
ভুবনডাঙার মাঠের পাশে শান্তিনিকেতন—
না থাকলে তা জীবনকথা জানতি কোথা মন ?’
‘আমার আছে সাগরদাঁড়ি’ ‘বীরসিংহ আমার’
‘আমার বুকে খালবিল সব’ ‘আমারও খেতখামার’
‘আমার আছে কক্সবাজার আর নয় সে বেশি দূরও’
‘আমার কি নেই মাথার ওপর দার্জিলিঙের চূড়ো ?’
তর্কটা তাই এইখানে ভাই ক্ষান্ত করে দে—
কোন্ টা যে ঠিক আমার আমি — বল্ তো আমি কে ?