কেমন হবে নতুন বছর
ভাবছি বসে মনে,
গরিব দুখী শান্তি পেলে
রবে স্বস্তির সনে।
নিত্য পণ্যের দামটা যদি
থাকে কমের দিকে,
ডালে ভাতে দুখীজনে
থাকবে হয়তো টিকে।
সময় গতির ধারা মেনে
বছর যায় আসে,
দুখের রাতি পোহালে যে
বাঁধে মনটা আশে।
সেই আশাতে সব মানুষে
পথটা চেয়ে থাকে,
নতুন বছর এসে যদি
শান্তি ছোঁয়া মাখে।
প্রভুর চরণ স্মরণ করে
আশার বাতি জ্বালে,
দুঃখ কষ্ট ঘুচে গিয়ে
সুখটা আসবে ভালে।