কেমন করে ছন্দ নামে?
ছন্দ নামে চলার পথে-
জীবন পুরের জীর্ণ রথে!
কেমন করে হর্ষ আসে?
লক্ষ কোটি পাতায় পাতায়-
আসে মলিন হৃদয় খাতায়!
কেমন করে উজান ছোটে?
তপ্ত বালির দগ্ধ তটে-
সবহারা এক শুষ্ক বটে!
কেমন করে মুক্তি হাসে?
দিগন্ত নীল অসীম নীড়ে
হীরে মোতির সাগর তীরে!
কেমন করে?
যেমন করে প্রাণ ডাকে প্রাণ…
বিশালের বুকে ক্ষুদ্রের ঘ্রাণ!
অন্ধ কারায় আলোকের তান..!