এখনও গন্তব্য ঠিক করতে পারিনি
তোমার বুকে মানচিত্র ঘাঁটি –
দগদগে কিছু ঘায়ে রক্তের আলপনা…
আমার মিলনে বিভ্রম ঘটায়
তোমাতে একান্ত মনোনিবেশে।
এখনও গন্তব্য ঠিক করতে পারিনি
আসি আর যাই তোমার প্রেমের পরিণতি দেখি
শুভদিনে প্রেম এসে তোমায় ঘাঁটে এলোপাতারি
তোমার যন্ত্রনাকাতর মুখে ব্যবসাহিক হাসি –
সংসার ভরায় , আমি অপেক্ষার অন্ধকার খামছাই।
এখনও গন্তব্য ঠিক করতে পারিনি
তোমার রজঃস্বলা দেহে কৃষ্ণকালো অমাবশ্যা
নিম্নঙ্গের আবরণ খোলে ঝলসানো রুটি
অঙ্গাবরণে থাকে ছড়ানো, ছিটানো মনোবাঞ্ছা
নিষিদ্ধ রাতে তোমার মাতৃত্বের ক্ষুধা কেউ পূরণ করেনি।